উপকরনঃ প্রয়োজন মত ময়দা , সাদা তেল , একটু নুন।প্রনালীঃ ময়দা বেশী করে ময়ান দিয়ে একটু নুন দিয়ে ভাল করে মেখে রাখুন ১০ মিনিট ধরে । বড় বড় করে লেচী কেটে নিন। গোল করে বেলে নিন । এই বার গোলের মাঝখানে একটু চিরে নিয়ে উল্টো দিক থেকে ঘোরাতে থাকুন একটু পার্ট পার্ট করে । আবার হাতের চেটোতে রেখে চাপ দিয়ে গোল করে পরোটার আকারে বেলে বেশী করে চাটুতে ঘি দিয়ে মুচমুচে করে ভেজে তুলুন । আলুর দমের সঙ্গে পরিবেশন করুন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...