উপকরনঃ কই মাছ ৫০০ গ্রাম, ছোট পেঁয়াজ ৫০০ গ্রাম, কাঁচা লঙ্কা ৪টি , ধনে পাতা সামান্য , সর্ষের তেল ১ কাপ , হলুদ ১ চা চামচ , নুন ও লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, আমচুর ১/২ চা চামচ।প্রনালীঃ কই গুলি ধুয়ে মুছে মাছের মাঝখানে চিরে দিন। নুন , হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখুন। আমচুর মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। ননস্টিক ফ্রাইয়িং প্যান এ মাছ গুলি সাজিয়ে তেল দিয়ে দিন।পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা ও ধনে পাতা দিয়ে ঢাকা দিন। কিছুক্ষন পর মাছ গুলি উল্টে দিন। সেদ্ধ হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...