উপকরণ : কই মাছ ৫০০ গ্রাম ,ছোট পেঁয়াজ ৫০০ গ্রাম কাঁচা লঙ্কা ৪ টি ধনে পাতা অল্প ,সর্ষের তেল ১ কাপ ,হলুদ ১ চা চামচ ,নূন ও লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী ,আমচুর ১/২ চা চামচ ।প্রণালী :মাছ গুলি ধুয়ে মুছে ,মাছের মাঝখান চিরে চিরে দিন । নূন ,হলুদ ,লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখুন । আমচুর মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন ,নন স্টিক ফ্রায়িং পানে মাছগুলি সাজিয়ে তেল দিয়ে দিন । পেঁয়াজ কুঁচি ,কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে ঢাকা দিন ,কিছুক্ষন পরে মাছ গুলি উল্টে দিন সেদ্ধ হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...