উপকরণঃ ময়দা ১/২ কাপ , চিনি ২/৩ কাপ , বেকিং পাউডার ২ চা চামচ , নুন ১/২ চা চামচ , মাখন ১/২ কাপ , মুরগির ডিম ১ টি , দুধ ১/২ কাপ ।প্রনালীঃ ময়দা চিনি নুন আর বেকিং পাউডার এক জায়গায় চেলে নিন চালুনি দিয়ে। মাখন মেশান। ডিম্ ফেটিয়ে ঢালুন । এক সঙ্গে সব মাখুন। ৩”x৩” মাপের ১২ টি মাফিন প্যানে সামান্য মাখন মাখিয়ে প্রত্যেক গর্তে ঐ মিশ্রণ ঢেলে ২/৩ অংশ ভরিয়ে ফেলুন তার পর তরে ট্রে করে ওভেনে ঢুকিয়ে ৪০০ ডিগ্রি ফারেনহাইট টেপে ২৫ মিনিট বেক করলেই মাফিন তৈরী হয়ে যাবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...