উপকরণ : ৫০০ গ্রাম চাল (গোবিন্দ ভোগ ,আতপ ),২৫০ গ্রাম ক্ষির ,৪০০ গ্রাম চিনি ,পরিমান মত নারিকেল ,লবঙ্গ ,তেঁজপাতা ,ঘি । প্রণালী : দুই ঘন্টা চাল ভিজিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেবেন । নারকেল কুঁড়িয়ে তার সঙ্গে লবঙ্গ ,চিনি ,তেজপাতা দিয়ে ভালো করে নাড়ুন ,শক্ত হলে নামিয়ে । গরম অবস্থাতেই ক্ষির মেশান ,চাটুর উপর ঘি মাখিয়ে তার উপর চাল বাটার গোলা দিন ,পুর দিয়ে দুই প্রান্ত মুড়ে গরম তেলে ভেঁজে বা চাটু তে সেঁকে দিন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...