উপকরণ : ৫০০ গ্রাম চাল (গোবিন্দ ভোগ ,আতপ ),২৫০ গ্রাম ক্ষির ,৪০০ গ্রাম চিনি ,পরিমান মত নারিকেল ,লবঙ্গ ,তেঁজপাতা ,ঘি । প্রণালী : দুই ঘন্টা চাল ভিজিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেবেন । নারকেল কুঁড়িয়ে তার সঙ্গে লবঙ্গ ,চিনি ,তেজপাতা দিয়ে ভালো করে নাড়ুন ,শক্ত হলে নামিয়ে । গরম অবস্থাতেই ক্ষির মেশান ,চাটুর উপর ঘি মাখিয়ে তার উপর চাল বাটার গোলা দিন ,পুর দিয়ে দুই প্রান্ত মুড়ে গরম তেলে ভেঁজে বা চাটু তে সেঁকে দিন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...