খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত শুক্রবার বারুই পুরের মল্লিকপুর হাসপাতাল পাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি তে পাকরা ও করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত এর নাম অতিস সর্দার । তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটা সেভেন এম. এম. পিস্তল তিনটি পাইপ গান , তিনটি সেভেন এম. এম. এবং ছয়টি এইট এম. এম. পিস্তল এর গুলি। অতিস কোথায় ঐ অস্ত্র সরবরাহ করতে যাচ্ছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।