আজকে আলিপুরদুয়ারের সভা থেকে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মমতা ব্যানার্জি বলেন মাত্র তিন দফা
ভোট হয়েছে বাংলাতে এর মধ্যেই কি ভাবে ৭-৮ জন খুন হন ।যার মধ্যে ৪ জন আবার তৃণমূল কর্মী । কেন ভোট কে কেন্দ্র করে রক্ত ঝরলোবাংলার মাটিতে ।কমিশনারের কাছে এর জবাব চেয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় তুলে দিলেন তিনি ।তিনি বলেন এর আগে কোনো নির্বাচনে এত রক্ত আমি ঝরতে দেখিনি ।