ইপিএফও ২০১৯-২০ আর্থিক বছরের জন্য ইপিএফ য়ে ৮.৫% সুদ দেবে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অবসরগ্রহন তহবিলের ইপিএফ ও ডিসেম্বরের শেষের দিকে এক যোগে প্রায় ৬ কোটি গ্রাহকদের ,কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের (ইপিএফ ) একাউন্টগুলিতে ২০১৯-২০ সালের সুদে ৮.৫% হারে ক্রেডিট দেয়ার সম্ভাবনা রয়েছে ।চলতি বছরের সেপ্টেম্বরে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অরগানাইসেশন কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সভাপতিত্বে তার ট্রাস্টিদের সভায় ওই সিদ্ধান্ত নিয়েছিল ।একটি সূত্র মারফত পিটিআই জেনেছে যে শ্রমমন্ত্রক এই মাসের শুরু দিকে ইপিএফের ইন্টারেস্ট .৫% সুদে বেশি দেওয়ার জন্য অর্থমন্ত্রকের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে ।জানা যাচ্ছে অর্থমন্ত্রণালয় কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে অনুমোদন দিতে পারে । কিন্তু কেবল মাত্র এই মাসেই এই সুবিধা দেওয়া হবে ।সূত্রটি আরো জানিয়েছে অর্থমন্ত্রণালয় গত অর্থবর্ষে সুদের হারের বিষয়ে কিছু স্পষ্টতা চেয়েছিলো যা যথাযথ ভাবে সমাধান করা হয়েছিল ।এই ২০২০ সালের মার্চ মাসে শ্রম মন্ত্রীর নেতৃত্বে ইপিএফও শীর্ষ স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ কারী সংস্থা কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ২০১৯-২০ সালের জন্য ইপিএফের ৮.৫% সুদের অনুমোদন দেওয়া হয়েছিল ।করোনা মহামারী কথা বিবেচনাতে করে সুদের হার কে ৮.১৫% এবং ০.৩৫% শতাংশের দুটি কিস্তিতে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল সিবিডিটি । পূর্ব পরিকল্পনা অনুসারে ইপিএফ ও অর্থমন্ত্রকের অনুমোদনের পরে শিগ্রই ইপিএফ য়ে তে ৮.১৫% সুদ দিতে হয়েছিল ।ইটিএফের প্রস্তাবিত সহজ পদক্ষেপের পরে ৩১ সে ডিসেম্বরের মধ্যে বাকি ০.৩৫% হরে জমা দেয়ার পরিকল্পনা রয়েছে । ইপিএফও এর আগে ইটিএফের বিনিয়োগের কিছুটা বিলোপের পরিকল্পনা করেছিল গত অর্থবছরের জন্য ৪..৫% সুদ দেওয়ার জন্য । তবে covid ১৯ জন্য এবং লকডাউনের ফলে বাজারের অবস্থার
কারণে এটি করতে পারেনি । সূত্র বলছে যে বাজারের পরিস্থিতি ভালো আছে এবং এটি ইদানিং কালের মধ্যে সর্বোচ্চ উচ্চতাতে আছে এটি গ্রাহক দের কাছে একটি সুখবর নিয়ে আসবে এবং ৮.৫% হারে সুদ দিলেও সেটি সরকারি কোষাগারের উপরে কোন চাপ পড়বে না ।