তপসিয়া তে অগ্নিকান্ডে ভস্বিভূত জুতোর কারখানা

আজকে ভোর ৪ টা  নাগাদ ২১ নম্বর তপসিয়া  রোডে জুতোর কারখানাতে আগুন লাগে ।কিছুক্ষনের  মধ্যেই পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায় ,ধোঁয়াতে  ঢেকে যায় পুরো এলাকা ।স্থানীয়রা কারখানার ছাদ  ভেঙে নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করে তারই মধ্যে ভেঙে পরে কারখানার ভিতরে পাঁচিল ,ঘটনাস্থলেও  আগুন নেভাতে আসে দমকলের ১০ টি ইঞ্জিন।অনেক কষ্টে আগুন থামে ।