দিলীপ ঘোষ রাজ্যে সর্বত্র প্রচার করবেন অত্যাধুনিক গাড়ির মাধ্যমে

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রচারের মুখ হিসাবে সারা রাজ্য জুড়ে প্রচার করবেন ।তার প্রচারের সুবিধার জন্য ,একটি বিলাশবহুল জানের  ব্যবস্থা করা হয়েছে ।গতকাল তার নিউটাউনের বাসস্থানের সামনে যাত্রা শুরু করে এই ক্যারাভ্যান। এই ক্যারাভ্যান  এলইডি  টিভি থেকে টয়লেট ,সোফা  ,ফ্রিজ  এবং বিশেষ হাইড্রলিক  লিফ্ট রয়েছে ।যার সাহায্যে প্রচারক সহজেই  পৌঁছে যেতে পারবেন  চাদর মাথায়  এবং সেইখানে  মঞ্চ ও  মাইক দুটোর ই  ব্যবস্থা আছে । বাতানুকূল গাড়ীর  চারিপাশে মনীষীদের মুখ ও দক্ষিণেশ্বরের মন্দির  ও বিজেপির প্রতীক ছাপা  আছে ।