করোনার চোখ রাঙানি মোটেই যায়নি কিন্তু মানুষ মেতে উঠেছে উৎসবে ,করোনার দ্বিতীয় ধাক্কাতে দেশে
জনজীবন ব্যাহত হয়ে পড়েছে ।এই অবস্থায় তেলেঙ্গানার একটি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ৩৭০ জন অতিথি যার মধ্যে ৮৭ জনের করোনা রিপোর্ট পসিটিভ এসেছে যা নিয়ে তেলেঙ্গানা স্বাস্থ্য দফতর চিন্তিত ওই গ্রামে একটি আইসোলেশন সেন্টার চালু করে রোগীদের রাখা হয়েছে ।