আজকে রাজ্যে ৪ জায়গায় ভোট প্রচারে আসার কথা ছিল প্রধানমন্ত্রী ।গতকাল বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ টুইট করে প্রধানমন্ত্রী নিজেই জানান করোনা পরিস্থিতি নিয়ে দিল্লি তে জরুরি বৈঠকে যোগদান করার জন্য তিনি বাংলার নির্বাচনীসফর বাতিল করলেন । আজকে মোদীর সভা করার কথা ছিল কলকাতা,মালদহ ,বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে । বাকি ৭১ টি আসনের মধ্যে ৬৯ টি আসনে ভোট গ্রহণ হবে আগামী দুই দফা তে । তবে ৫৬ টি সভাস্থলে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মোদির বক্তিতা সম্প্রচার করা হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...