বীরভূম মেতে আছে অনুব্রত মন্ডলের মুখ ও খেলা হবে লেখা টি শার্ট য়ে

আসন্ন বিধানসভা ভোটে বীরভূমে অনুব্রত মন্ডলের ছবি আঁকা টি শার্ট এবং “খেলা হবে ” এই স্লোগান দেওয়া জামা দেদার বিকোচ্ছে বীরভূমে ।গতকাল বোলপুরে তৃণমূল কার্যালয়ে দেখা গেলো প্রচুর তৃণমূল সমর্থকদের এই টি শার্ট পরে ঘোরাঘুরি করছেন ।কর্মীদের জিজ্ঞেস করলে তারা “কেষ্টদার খেলা হবে এই শ্লোগান এত জনপ্রিয় হয়েছে যে তা সবার মুখে মুখে ঘুরছে “।