কিছুদিন আগে অভিনয় জগৎ থেকে বিজেপিতে যোগদান করেছিল অভিনেত্রী পায়েল সরকার ।এর পরেই
তাকে বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী করে দল ।তিনিও ও পুর দমে প্রচার শুরু করেন ,অভিমানে দল ছাড়েন শোভন ও বৈশাখী ,শোভনের তরফেবার বার বলা হয়েছে তিনি বেহালা পূর্বে নিজের কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে চান ।অভিমানে দল ছাড়েন দুইজন ,আজকে বিজেপির যেপ্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে তাতে পায়েল সরকার কে অন্য স্থানে প্রার্থী করে ,শোভন কে বেহালা পূর্বে প্রার্থী করতে পারে ।