Bengal Polls 2021আগামীকাল বিজেপির হয়ে প্রথম দফার ভোটের শেষ বেলা তে জনতা কে সংলাপ শোনাবেন মিঠুন

সম্প্রতি জঙ্গলমহলে বিজেপি নেতাদের জনসভাতে সেইভাবে মাঠ ভরছে না যা ঘুম ছুটিয়ে দিয়েছে গেরুয়া শিবিরের ,অপরদিকে মমতার সভাগুলিতে জনসমাবেশ চোখে পরারমত ।শেষ মুহূর্তে জঙ্গলমহলে তৃণমূলী ঝড় রুখতে গেরুয়া শিবির মাঠে নামাতে চলেছে মহাগুরু কেতাদের ট্রাম্প কার্ড হিসাবে ।সালতোড়া ,মানবাজার ও কেশিয়ারি তে মিঠুন চক্রবর্তীর জন সভা রয়েছে আর আগামী তিনদিন জঙ্গলমহলেএকাধিক রোড শো করবেন মিঠুন সঙ্গে গৌতম গম্ভীর ,৩০ সে মার্চ নন্দীগ্রামে সভা করবেন মিঠুন ।