উপকরণ : দেরাদুন চাল এক কিলো ,আলু ২৫০ গ্রাম , ( সা জিরে ,এলাচ ,লবঙ্গ ,দারুচিনি ,জায়ফল ,জয়িত্রী ,কাবাচিনী ) সব মশলা মিশিয়ে ১০০ গ্রাম গুঁড়ো করে নেবেন । ঘি ২০০ গ্রাম ,গোলাপ জল অল্প ,পেঁয়াজ ১০০ গ্রাম ,নূন ও আদা অল্প । প্রণালী : একটি বড়ো ডেকচিতে জল দিন । জল ফুটলে নূন দিন এবং চাল ধুয়ে জলে দিন । সেদ্ধ হলে নামিয়ে থালায় ঠান্ডা করতে দিন । কড়াইতে ঘি দিয়ে পনির গুলো অল্প ভেঁজে তুলে রাখুন ওই ঘি আদা ও পেঁয়াজ বাটা দিয়ে নামিয়ে রাখুন । আলু গুলো ঘিয়ে ভেঁজে রাখুন , একটি ডেকচিতে ভাত দিন ও ঘি ছড়িয়ে দিন আলু ও পনির গুলো সুন্দর করে সাজান ও মশলা দিন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...