উপকরণ :মাংশের কিমা ৫০০ গ্রাম ,চর্বি ২৫০ গ্রাম ,মাখন ১ চা চামচ ,নূন ১/২ চা চামচ ,পেঁয়াজ ,আদা ,রসুন বাটা ২ ১/২ চা চামচ (সব মেশানো ),নূন স্বাদমত হলুদ প্রয়োজন মত ,জিরে ও চিনি ১/২ চা চামচ করে ,সর্ষের তেল ও শুকনো লঙ্কা ৮ টা । প্রণালী :কিমা সেদ্ধ করে চর্বি ,মাখন ,নূন দিয়ে খুব ভালো করে মাখুন ছোট ছোট বল তৈরী করে ,কড়াইতে তেল গরম করে ভাজুন ,বাকি তেলে জিরে চিনি ফোড়ন দিয়ে বাটা মশলা ,নূন,হলুদ ও লঙ্কা দিয়ে কষুন ,মিনিট পাঁচেক পরে ভাজা বল গুলি দিয়ে আরো ৫ মিনিট কোষে নিন ,সাবধানে কষবেন , যেন বল গুলি ভেঙে না যায় । আন্দাজ মত জল দিন ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে রাখুন ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...