উপকরণ : ৫০০ গ্রাম চাল (গোবিন্দ ভোগ ,আতপ ),২৫০ গ্রাম ক্ষির ,৪০০ গ্রাম চিনি ,পরিমান মত নারিকেল ,লবঙ্গ ,তেঁজপাতা ,ঘি । প্রণালী : দুই ঘন্টা চাল ভিজিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেবেন । নারকেল কুঁড়িয়ে তার সঙ্গে লবঙ্গ ,চিনি ,তেজপাতা দিয়ে ভালো করে নাড়ুন ,শক্ত হলে নামিয়ে । গরম অবস্থাতেই ক্ষির মেশান ,চাটুর উপর ঘি মাখিয়ে তার উপর চাল বাটার গোলা দিন ,পুর দিয়ে দুই প্রান্ত মুড়ে গরম তেলে ভেঁজে বা চাটু তে সেঁকে দিন ।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...