উপকরণ : ৬০০ গ্রাম চিংড়ি , পোস্ত বাটা ২০০ গ্রাম ,কুচো পেঁয়াজ ৫০০ গ্রাম ,আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে লঙ্কা বাটা ২ টেবিল চামচ ,আন্দাজ মত হলুদ ,কালো জিরে ,সর্ষের তেল ১০০ গ্রাম দুটি তেঁজপাতা ও নূন । প্রণালী :প্রথমে তেল টাকে গরম করে তার মধ্যে চিংড়ি দিয়ে দিন ,এর মধ্যে দিয়ে দিন কালো জিরে এর মধ্যে দিয়ে দিন তেজ পাতা ও কুচোনো পেঁয়াজ সেটি লাল করে ভাঁজুন ।এতে কিছুটা আদা ,রসুন ,পোস্ত বাটা দিন সঙ্গে দিন হলুদ ও জল । এইবার নূন দিয়ে ঝোল টা থকথকে হওয়া পর্যন্ত রান্না করুন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...